ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

র‌্যাব মহাপরিচালকের হুঁশিয়ারি

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠান চলাকালে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। উৎসব উদযাপনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়ার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব ডিজি। 


র‌্যাব মহাপরিচালক বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস স্থল, জল আকাশপথে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রাখছে।


তিনি বলেন, র‌্যাব স্পষ্ট করে বলতে চায় অনুষ্ঠান চলাকালীন কোনো প্রকাশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সব কিছু মনিটরিং করতে র‌্যাব সদর দপ্তরে কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও স্ব স্ব ব্যাটালিয়ন কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ads

Our Facebook Page